টাঙ্গাইল, ১৩ জানুয়ারী, এবিনিউজ : টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী বলেছেন, কালিহাতীকে আলোকিত গড়াতে সকলের সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই। ৪৬ বছরে যা কাজ হয়নি তা গত ১০ মাসে কালিহাতীতে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে কাীলহাতীর এক কোটি ২৯ লাখ টাকায় দশকিয়া ও সল্লা রাস্তা নির্মাণে উদ্বোধন শেষে মগড়া বাজারে জনসভায় প্রধান অতিথি বক্তব্য কালে এমপি সোহেল হাজারী এ কথা বলেন।
দশকিয়া সল্লা ব্রীজ ১৫ কোটি টাকা, দশকিয়া সল্লঅ রাস্তা ১ কোটি ৯ লাখ টাকা, দশকিয়া ইউপি ভবন এককোটি ৩৪ লাখ টাকা, ধলাটেংগর রাস্তা ৫৭ লাখ টাকা, বেরীপটল রাস্তা ৫৫ লাখ টাকা, হাতীয়া পিআইও ব্রীজ ৬০ লাখ টাকা, দশকিয়া পিআইব্রীজ ৩২ লাখ টাকা, মগড়া বাজার ব্যাংক মোড় থেকে ভাইরাবাড়ী রাস্তা ৫০ লাখ টাকা, মগড়া উচ্চ বিদ্যালয় ৮০ লাখ টাকা উন্নয়ন কাজ হচ্ছে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। তাই কালিহাতীর চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই।
তিনি বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আর সেজন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানন তরুন এই সংসদ সদস্য সোহেল হাজারী।
সোহেল হাজারী বলেন, স্থানীয়রা তাকে কাছে পেয়ে তাদের দু:খ-সুখের কথা বলেন। এলাকার উন্নয়নের জন্য কাজ ও মানুষের জন্য সেবা করার জন্য আপনাদের দোয়া চাই। কালিহাতীতে উন্নতি আরও বেশি করে চাই। সেজন্য শেখ হাসিনার সরকার বার বার দরকার।
এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি