![যশোরে আবারো ছাত্র গুলিবিদ্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/13/guli-injured_120421.jpg)
যশোর, ১৩ জানুয়ারি, এবিনিউজ : যশোরের পুলেরহাটে ইসমাইল হোসেন (২০) নামে এক তরুণকে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ সন্ধ্যার কিছু সময় আগে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা তার চিকিৎসা দিচ্ছেন। গুলিবিদ্ধ ইসমাইল সরকারি পলিটেকনিক ইনসটিটিউটের ছাত্র। তিনি পুলেরহাট এলাকার জনৈক শাহাবুদ্দিনের ছেলে বলে তার সঙ্গে থাকা লোকজন জানিয়েছেন।
ইসমাইল হোসেন জানান, সন্ধ্যার আগে তিনি পুলেরহাট বাজারের কাছে আকিজ পেট্রোলিয়ামের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় দুই যুবক মোটরসাইকেরযোগে সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই রাউন্ড গুলি তার উরুসন্ধি ও নিতম্বে বিদ্ধ হয়। দুর্বৃত্তরা ওই মোটরসাইকেলে চেপে বেনাপোল রোড ধরে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ ইসমাইল মাটিতে পড়ে যান। দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন জাহানারা ইমাম চাঁদনি সিনিয়র ডাক্তার মনিরুজ্জামান লর্ডের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘অস্ত্রোপচারের আগে নিশ্চিত হওয়া যাবে না যে, ইসমাইলের শরীরের মধ্যে গুলি রয়ে গেছে কি না। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখন জরুরিভিত্তিতে রক্ত দিতে হবে।’
কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশারের কাছে জানতে চাইলে বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম বলেন, খবর শুনে আমি ঘটনাস্থলে এসেছি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
গুলিবিদ্ধ ইসমাইলের সঙ্গে হাসপাতালে থাকা তার পরিজনরা এই ঘটনা কী কারণে ঘটেছে, তা নিশ্চিত করতে পারেননি।#
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/রাজ্জাক