![হবিগঞ্জে ভারতীয় মালামাল সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/14/hobionj-indian_120476.jpg)
হবিগঞ্জ, ১৪ জানুয়ারি, এবিনিউজ : শনিবার রাত ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও সঙ্গীয় অফিসার পিযুষ চন্দ্রদাস এর নের্তৃত্বে হবিগঞ্জ জেলার চুনরুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চন্ডিছরা মাজার মোড়স্থ এলাকা থেকে ১১৩ টি রাবারের তৈরী ছোট-বড় বিভিন্ন সাইজের টায়ার, ১৫৬০পিচ বিভিন্ন রং ও সাইজের প্লাস্টিকের ফ্রেমের তৈরী চশমা, ১ টিচারচাকাবিশিষ্ট ১১২দেড় টনের নীল ও হলুদ রংয়ের পিকআপ, ৫টি ব্যবহৃত মোবাইল ফোন, ৬ টি সিমকার্ড ও নগদ ৮হাজার টাকাসহ ৩ জন অভিযুক্তকে আটক করে র্যাব-৯।
আটককৃতরা হলো মো. মিজানুর রহমান (৩১), পিতা মলয় রায়, গ্রাম-সায়েস্তাানগর, জেলা. হবিগঞ্জ, মো. ওলি মিয়া(৩৭), পিতা মুত আব্দুর রহমান, গ্রাম-গোপালপুর, পো. রতনপুর, থানা ও জেলা. হবিগঞ্জ ও মো. রোমন মিয়া (ড্রাইভার) (২৩) পিতা আব্দুল সামাদ, গ্রাম-উত্তর নরপতি, থানা. চুনারুঘাট, জেলা. হবিগঞ্জ।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের কেহবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিএন/মো: নুরুজ্জামান ভুইয়া/জসিম/নির্ঝর