![রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/14/abnews-24.b_120499.jpg)
রাজবাড়ী, ১৪ জানুয়ারী, এবিনিউজ : রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকায় চলন্ত ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক মহিলার (৩৮) মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী জি আর পি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী রেল স্টেশন থেকে ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামক ট্রেনটি ভাটিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি গঙ্গা প্রসাদপুর এলাকায় পৌঁছালে ঐ অজ্ঞাত মহিলা রেল লাইন পার হতে গেলে তিনি ট্রেনের নিচে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় রাজবাড়ী রেলস্টেশনের সহকারী মাস্টার তন্ময় কুমার দত্ত বাদী হয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবেন।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা