শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দৌলতপুরে বিকাশ এজেন্টের দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

দৌলতপুরে বিকাশ এজেন্টের দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

দৌলতপুরে বিকাশ এজেন্টের দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

দৌলতপুর (কুষ্টিয়া) , ১৪ জানুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঝাউদিয়া স্কুল বাজারের এক বিকাশ এজেন্টের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ব্যাপারে ঐ বিকাশ এজেন্ট দৌলতপুর থানায় অভিযোগ করেছে।

জানাযায়,উপজেলার রিফাইতপুর ইউপির হাসানপুর গ্রামের ইউনুচ আলীর ছেলে সাহাজুল ইসলাম দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী ঝাউদিয়া স্কুল বাজারে বিকাশ এর এজেন্ট হিসাবে ব্যবসা করে আসছিল। গত শনিবার দুপুরে পাশ্ববর্তী সংগ্রামপুর গ্রামের খাইরুল ও জহুরুলের ভাগ্নে লিখন (২০) সাহাজুলের দোকানে গিয়ে ০১৮৬৬৩৪২৯৫৯,০১৮৫২১৩০৮৫৯,

০১৬৩৭৮৫৫৪১০,০১৬৪০০৫৬০৬১,০১৮৭১৯২৫৬৬১ সহ মোট ১১ টি নম্বরে এক লক্ষ ছেচল্লিশ হাজার ছয়শত চল্লিশ টাকা পাঠানোর কথা বলে।

লিখনের কথামত সমস্ত নম্বরে টাকা পাঠানোর পর লিখন জানায়, বাড়িতে চলেন টাকা দিচ্ছি বলে বাড়ি গিয়ে লিখন পালিয়ে যায়। এরপর বিকাশ এজেন্ট সাহাজুল লিখনের মামা খাইরুল ও জহুরুলের নিকট জানালে তারাও টাকা দিতে অস্বীকার করে। বাধ্য হয়ে সাহাজুল ঐদিন রাতে দৌলতপুর থানায় অভিযোগ করেছে।

এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

এবিএন/জহুরুল হক/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত