![ধামরাইয়ে যাত্রীবাহী বাস ডোবায়: নিহত ১ অাহত ২৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/14/savar-accident_120525.jpg)
সাভার, ১৪ জানুয়ারি, এবিনিউজ : ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটা এলাকায় বেসরকারি ওষুধ ফ্যাক্টরি একমির সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পর স্থানীয়রা উদ্ধারে নামে, পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাৎক্ষনিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায় নি।
ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) ভজন রায় জানায়, গাবতলী থেকে ছেড়ে আসা নিরাপদ পরিবহনের একটি বাস ঢুলিভিটা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর