শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে

বন্দরে গৃহবধূকে সৌদিআরবে বিক্রি

বন্দরে গৃহবধূকে সৌদিআরবে বিক্রি

বন্দর (নারায়নগঞ্জ), ১৪ জানুয়ারি, এবিনিউজ : উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে এক শ্রেণির অসাধু আদম বেপারীরা র্দীঘদিন ধরে বন্দর উপজেলার বিভিন্ন স্থান থেকে গৃহবধূ ও নিরিহ মহিলা গামেন্টস কর্মীদের সংগ্রহ করে বিদেশে পাঠানোর নাম করে বিভিন্ন দেশে অবাধে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন কথা জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

তাদের পাচারের শিকার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডস্থ সোনাকান্দা বেপারীপাড়া এলাকার গৃহবধূ জহুরা বেগম (৩২)।

এ ব্যাপারে এলাকাবাসী জানায়, বন্দর উপজেলার ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকার দিন ইসলাম দিনু মিয়া র্দীঘদিন ধরে বন্দরে বিভিন্ন স্থান থেকে বিধবা, তালাক প্রাপ্তা, ও নিরিহ গীরব ঘরের নারী ও যুবতিদের বিদেশ পাঠানোর নাম করে মাধ্যপ্রাচ্যের সৌদিআরব, দুবাই, কাতারসহ বিভিন্ন দেশে অবাধে বিক্রি করে দিচ্ছে।

গত ২৮ ডিসেম্বর ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে সোনাকান্দা বেপারীপাড়া এলাকার কাউছার মিয়ার স্ত্রী জহুরা বেগমকে সৌদিআরবে পাঠায়। সৌদিয়ানদের অত্যাচারে সইতে না পেরে গত ৭ জানুয়ারি সে পুনরায় দেশে ফিরে আসে।

পাচারের শিকার মহিলা জহুরা বেগম জানায়, আদম বেপারী দিন ইসলাম দিনু আমাকে সৌদিআরবে বিক্রি করে দিয়েছে। ৫ দিনে তারা আমার উপর অনেক অত্যাচার ও জোর জুলুম চালিয়েছে। এতে করে আমি মারাত্মকভাবে আহত হই। পরে আমাকে হুইল চেয়ারের মাধ্যমে সৌদি আরব থেকে দেশে ফেরৎ পাঠিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই এবং প্রতারক আদম বেপারী দিনইসলাম দিনুর দৃষ্টান্তমুলখ শাস্তিসহ গ্রেফতারের দাবি জানাই।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত