![হোসেনপুরে প্রথম স্থান অর্জন করেছে উপজেলা শিক্ষা অফিস](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/14/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_120557.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ১৪ জানুয়ারী, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। এ মেলায় প্রথম স্থান অর্জনকারি স্টল হিসেবে পুরস্কার পেয়েছে হোসেনপুর উপজেলা শিক্ষা অফিস। গতকাল শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত ইউএনও মো. সাইফুল ইসলাম মজুমদার,
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ সালাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেছ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. সাদিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ প্রমুখ।
বর্তমান সরকারের উন্নয়ন মূলক সৌন্দর্য, বিষয়ভিত্তিক উপস্থাপনা প্রকাশ করায় প্রশাসনের স্টল মূল্যায়ন কমিটির সুপারিশে এ পুরস্কার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় ৪২টি স্টলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের বিষয়াদি তুলে ধরা হয়।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা