![কালিহাতীতে জোয়াইর পাঠাগারের উদ্যোগে বৃত্তি প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/14/scohlarship_abnews_120560.jpg)
টাঙ্গাইল, ১৪ জানুয়ারী, এবিনিউজ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোয়াইর সাধারণ পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। আজ রবিবার বিকেলে জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালিহাতী উপজেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী।
জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, সহ-প্রচার সম্পাদক শরীফ আহমেদ রাজু, সাবেক ছাত্র নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম তালুকদার, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা প্রমুখ।
এ সময় বীরবাসিন্দা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ পাঠাগারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি