শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়, ১৪ জানুয়ারী, এবিনিউজ: পঞ্চগড়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি রংপুর শাখার উদ্যোগে শহরের পৌর এলাকায় শীতার্ত মানুষের মাঝে সাড়ে তিনশ’ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে শহরের আকবর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আমানুল্লাহ বাচ্চু। এসময় ইউসিবি’র রংপুর শাখার ভিপি মুশফিকুর রহমান, মাদ্রাসার সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, পঞ্চগড় জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিদুল ইসলাম জসিম, ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাশেদ প্রমূখ উপস্থিত ছিলেন ।

অপরদিকে, তেঁতুলিয়া উপজেলা ভজনপুর গনাগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনাইটেড ফাইন্যান্স এর সৌজন্যে ১হাজার কম্বল, দুস্থ অসহায়,গরীব মানুষের মাঝে বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে এই শীত বস্ত্র বিতরন করা হয়। এসময় অনুষ্ঠানে সদস্য ও প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চগড় এর জনাব মোঃ আলমগীর কবিরেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রেজাউল করিম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম, ওসি তেঁতুলিয়া মডেল থানা। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মকসেদ আলী চেয়ারম্যান ৬ নং ভজনপুর ইউ,পি। জনাব, মোঃ হারুন অর রশিদ( লিটন) সাবেক সভাপতি গনাগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত