শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রামপালে তিন দিনব্যাপি উন্নয়ন মেলা সম্পন্ন

রামপালে তিন দিনব্যাপি উন্নয়ন মেলা সম্পন্ন

রামপাল (বাগেরহাট), ১৪ জানুয়ারি, এবিনিউজ : উৎসবমুখর পরিবেশ এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রমাপালে গতকাল শনিবার রাত ৮টায় শেষ হল উন্নয়ন মেলা -২০১৮।

এ বছর গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত ৩ দিন চলে উন্নয়ন মেলা। গত বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। রামপাল-মোংলা থেকে নির্বাচিত সাংসদ আলহাজ্ব তালুকদার আঃ খালেক এম.পি. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

আর উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পালের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ।

সমাপনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন ,মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি।

এ সময় সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, সহ-সভাপতি এফ.এ.আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম ইয়াছিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বছর মেলায় রামপাল মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ,এনজিও সহ আরো বিভিন্ন সংস্থার মোট ৬০টি স্টল ছিল। অনেক স্টলই উপস্থিত দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। তবে এ বছর উন্নয়ন মেলায় সবার দৃষ্টি কেড়েছে মুক্তিযোদ্ধা কমান্ড রামপাল কতৃক আয়োজিত স্টল।

স্টলের বিশেষ আকর্ষণ ছিল বঙ্গবন্ধুর ছবির পাশাপাশি শ্রী মতি ইন্দিরা গান্ধির ছবি-যিনি স্বাধীনতার সময় এ দেশের মানুষের পাশে দাড়িয়ে অকাতরে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। পাশাপাশি এ স্টলে সাত জন বীর শ্রেষ্ঠের ছবি সহ মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সম্পৃক্ত অনেক বিষয় স্থান পেয়েছিল এ স্টলে। স্টল দেখেই এ দেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে অতি সহজে অনেক কিছুই জানতে পেরেছে। পাশাপাশি উপজেলা উপজেলা স্বাস্থ্য বিভাগ, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মৎস্য বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, একটি বাড়ী, একটি খামার , উপজেলা কৃষি অফিস ও যথেষ্ট দর্শক টানতে সক্ষম হয়েছিল।

এছাড়া মেলাকে আরো আকর্ষনীয় করতে রচনা প্রতিেিযাগীতা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল। ক ও খ বিভাগে ভাগ করে এ প্রতিযোগীতা গুলোর আয়োজন করা হয় যাতে বেশী সংখক ছাত্র ছাত্রীরা অংশ নিতে পারে। দুগ্রুপে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়। এ বছর মেলার আর একটি বিশেষ দিক ছিল সন্ধার পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন দেশীয় সংগীত পরিবেশনা।

উপজেলা প্রশাসন অংশ গ্রহনকারী প্রত্যেকটি স্টলকে শুভেচ্ছা পুরস্কারের ব্যবস্থা করে। তবে সকল স্টলকে পেছনে ফেলে শ্রেষ্ঠ স্টল হিসেবে যথা ক্রমে প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে নেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মৎস্য বিভাগ। এ মেলায় লোক জন এসে বর্তমান সরকারের আমলের বিভিন্ন উন্নয়নর সম্পকে জানতে পেরেছে। বিশেষত তথ্য প্রযুক্তি, কৃষি, বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা খাতে যে উন্নয়ন হয়েছে তা সম্পর্কে জানতে পেরেছে এলাকার সকল শ্রেণির লোকজন। আর এ কাজটি সূচারু রূপে সম্পন্ন হয়েছে উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পালের আন্তরিক প্রচেষ্টায়।

সরকারের উন্নয়ন কর্মকান্ড ও মেলা সঠিক ভাবে উদযাপনের জন্য তিনি নিরলস ভাবে কাজ করেছেন। মেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে সরকারী পর্যায়ে যে নির্দেশনা ছিল, তা সঠিক ভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি। যারা তাকে মেলা সুন্দর ও সফল করার কাজে সাহায্য করেছে, তিনি তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, যে সকলের সহযোগীতার জন্য আমরা রামপালে সুন্দর ভাবে মেলা আয়োজন করে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছি। সবার সহযোগীতা থাকলে আগামীতেও সুন্দর মেলা আয়োজন করা যাবে বলেও তিনি আশবাদ ব্যাক্ত করেন।

মেলার সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান।

এবিএন/সাইফুল আলম বকতিয়ার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত