শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকগাছায় অর্ধশত প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান
উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী

পাইকগাছায় অর্ধশত প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান

পাইকগাছায় অর্ধশত প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান

পাইকগাছা (খুলনা), ১৪ জানুয়ারী, এবিনিউজ: পাইকগাছায় উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী অর্ধশত প্রতিষ্ঠানকে পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনি অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা তালিকায় উপজেলা প্রকৌশল দপ্তরকে প্রথম, শিক্ষা অফিস দ্বিতীয়, কৃষি অফিস তৃতীয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চতুর্থ ও প্রকল্প বাস্তবায়ন অফিসকে পঞ্চম স্থান নির্বাচন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. শেখ কামাল হোসেন,

উপ-পরিচালক নিলুফা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, দেবাশীষ মন্ডল, শাহীনা বাবর। বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, জয়া রানী রায়, শোভা রায়, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, কৃষ্ণ রায়, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, গোলাম সরোয়ার, শারমীন সুলতানা ও শাহনাজ পারভীন।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত