![পাইকগাছায় জাতীয় পার্টির জনসভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/14/khulna_abnews24 copy_120578.jpg)
পাইকগাছা (খুলনা), ১৪ জানুয়ারী, এবিনিউজ: আগামী ১৫ ফেব্র“য়ারী জাতীয় পার্টির ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পাইকগাছার রাড়–লী ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে বাঁকা বাজারস্থ শহীদ মালেক স্টেডিয়ামে জাপানেতা সুরমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন,
পৌর আহবায়ক গাজী আব্দুস সামাদ, সদস্য সচিব রবিউল ইসলাম গাজী। বক্তব্য রাখেন, জাপা নেতা কৃষ্ণ রায়, আশিক মাহমুদ, সরদার আব্দুর রাজ্জাক, দেবাশীষ সানা, নিলু ঘোষ, মুজিবর রহমান, যুব সংহতি নেতা শেখ আব্দুল আজিজ, শেখ মাসুদুর রহমান, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম সিরাজ, বাবুল, গোলাম রসুল, স্বেচ্ছাসেবক নেতা জামির হোসেন, ছাত্রনেতা তন্ময় রায়, খায়রুল ইসলাম, গফুর হোসেন ডাবলু, জিএম বাবলা, তানভীর হোসেন, ইবাদুল হোসেন, আব্দুল গফুর ও জিএম সবুর।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/তোহা