![ডিমলায় ভিক্ষুক ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/14/kombol_abnews_120591.jpg)
ডিমলা (নীলফামারী), ১৪ জানুয়ারি, এবিনিউজ : মাঘের হিমেল শীতে কন কনে ঠান্ডাতে ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে এসে দাঁড়িয়েছেন ডিমলা উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগ- এর উদ্যোগে ৬৫টি ভিক্ষুক ও হতদরিদ্রদের মাঝে আজ রবিবার বিকালে ৭নং খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ মাঠে কম্বল বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ডোমার-ডিমলা নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার।
আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক তামজিদুর রহমান তামজিদ, বালাপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আফরাইম আল মিছরী বাবলু, খালিশা চাপানী ইউপি ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়সহ অত্র পরিষদের সকল সদস্য বৃন্দ।
কম্বল পাওয়া আন্দা মামুদ (৬৫), আমিনা খাতুন (৪৫), তমিজন (৫৬), জবেদা (৫৯) বলেন এই ঠান্ডাত ফকিরের কাছত তোমরা আইচ্ছেন হামরা বহুলা এমপি দেখছি হামার গোরত কাহ্ আইসে নাই। তোমার জন্য দোয়া করি তোমরা আরো হোন।
এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/এমসি