![আটোয়ারীতে শিক্ষক-কর্মচারীদের কালোব্যাচ ধারণ ও মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/14/panchogoar_abnews24_120592.jpg)
আটোয়ারী (পঞ্চগড়), ১৪ জানুয়ারি, এবিনিউজ : কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ের আটোয়ারীতে কালো ব্যাচ ধারণ ও মানবন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি আটোয়ারী শাখার উদ্যোগে আজ রবিবার উপজেলা পরিষদের সামনে পঞ্চগড়-রুহিয়া সড়কের দু’ধারে উপজেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসুচি পালন করেন। সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচিতে শিক্ষক নেতারা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ ভাবে বিভিন্ন শ্লোগান দেন।
এ সময় সমিতির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টীর সভাপতি আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ পইম উদ্দীন আহাম্মেদ, শিক্ষক নেতা আটোয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ।
আরও উপস্থিত ছিলেন- আলোয়াখোয়া তফশিলী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র, দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব, শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সোনাপাতিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গিয়াস উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
এবিএন/হাসিবুর রহমান/জসিম/এমসি