![নওয়াপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/14/kombol_abnews_120594.jpg)
অভয়নগর (যশোর), ১৪ জানুয়ারি, এবিনিউজ : নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত হত দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। আজ রবিবার বিকেলে পৌরসভার রাজঘাট জাফরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ২ শতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও ইউসিবি (ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিঃ) ব্যাংক নওয়াপাড়া শাখার সহযোগীতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট ফকির আক্তারুল আলম, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাহিত্য-প্রকাশনা সম্পাদক এস জেড মাসুদ তাজ, পৌরসভার কর্মকর্তা সেলিম মল্লিক প্রমুখ।
এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি