শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
দৈনিক প্রথম আলোয়ওমর ফারুক চৌধুরীকে নিয়ে খবর প্রকাশ

গোদাগাড়ী আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

গোদাগাড়ী আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

গোদাগাড়ী (রাজশাহী), ১৪ জানুয়ারি, এবিনিউজ : দৈনিক প্রথম আলো পত্রিকায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাদকের পৃষ্টপোষক হিসেবে খবর করায় গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।

আজ রবিবার বিকেল ৪টার দিকে উপজেলা সদর ডাইংপাড়া ফিরোজ চত্বরে মিছিল শেষে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য বলেন, সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। অথচ মাদকের মত ঘিন্ন শব্দের সঙ্গে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে জড়িয়েছে। এই ধরনের মিথ্যা খবর মাধ্যমে এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্দে বিরোধীরা অপপ্রচার চালিয়ে ফায়দা তুলার চেষ্টা করছে।

খবরটির জন্য সাবেক মন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আমিনুল হক এবং আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মতিউর রহমান এবং গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবুসহ মনোনয়ন প্রত্যশি (সেভেন স্টার) হিসেবে পরিচিত নেতাদেরকে দায়ী করে প্রথম আলোর খবরটি তীব্র প্রতিবাদ জানায়।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথম আলোর রবিবারের সংখ্যাটি ছিড়ে ফেলে।

বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শান্ত কুমার মজুমদার, পৌর যুবলীগ সভাপতি অধ্যাপক আকবর আলী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মোশারফ বাবু, পৌর সভাপতি আব্দুল হামিদ রানা, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

এবিএন/বাবু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত