![শিবপুরে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/14/game_abnews_120608.jpg)
শিবপুর (নরসিংদী), ১৪ জানুয়ারি, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দক্ষিণ চৌঘরিয়া একতা যুব উন্নয়ন সংঘের আয়োজনে আজ রবিবার বিকেল ৫টায় ধান সবুজের মাঠে হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাসহ দেশীয় খেলায় যুবসমাজকে আমি সবসময় সহযোগিতা করবো। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় শরীর ও মন সুস্থ রাখে। মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজের প্রতি আহবান জানান।
খেলায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশীদ খান। উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তাপসী রাবেয়া, মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন বিএসসি, দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় অংশগ্রহণ করেন লাখপুর যুব উন্নয়ন সংঘ বনাম দক্ষিণ চৌঘরিয়া একতা সংঘ। লাখপুর যুব উন্নয়ন সংঘ ৩ গেমে বিজয়ী হয়েছে। খেলা পরিচালনা করেন হিমেল মৃধা।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি