শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শরীয়তপুরে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

শরীয়তপুরে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

শরীয়তপুর, ১৫ জানুয়ারি, এবিনিউজ : ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে যাওয়া শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এরআগে গতকাল রবিবার রাত ১১টা থেকে ঘন কুয়াশার কারণে এ নৌরুটে ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, গতকাল রবিবার রাত ১১টার দিকে কুয়াশা বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। আজ সোমবার সকাল ৮টার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল শুরু করে। ফেরি চলাচল বন্ধ থাকায় আড়াই শতাধিক ট্রাক ও বাস আটকে আছে শরীয়তপুরের ইব্রাহিমপুর ঘাট এলাকায়।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত