![রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ৩ নারীর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/15/lead_120638.jpg)
রংপুর, ১৫ জানুয়ারি, এবিনিউজ : শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার রংপুর বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম এ কথা জানান।
তিন নারীর হলেন- লালমনিরহাট জেলার রাজপুর গ্রামের শুকমনি (৭০), রংপুরের তারাগঞ্জ উপজেলার জামেরন বেওয়া (৮০) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসু বেগম (৬৫)।তারা সবাই শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছিলেন।
চলতি মাসেই আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এ নিয়ে ১৪ জনের মৃত্যু হলো।
চলতি মাসের শুরুতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরও ৭ জন, শনিবার রাতে ২ জন এবং রবিবার সকালে আরও এক নারীর মৃত্যু হয়ছিল।
রংপুর আবহাওয়া অফিস সোমবার সকালে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। সকাল থেকে এখনো রংপুর অঞ্চলে সুর্যের দেখা মেলেনি।
এবিএন/সাদিক/জসিম/এসএ