শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পেকুয়ায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক গুলিবিদ্ধ

পেকুয়ায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক গুলিবিদ্ধ

পেকুয়ায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক গুলিবিদ্ধ

চকরিয়া (কক্সবাজার), ১৫ জানুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিরুপম দাশ (৫০) নামের এক শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উপজেলার রাজাখালী ইউনিয়নের এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল রবিবার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের রব্বত আলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিক্ষক নিরুপম দাশ চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বরইখোলা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শিক্ষক নিরুপম দাশ রব্বত আলী পাড়া এলাকার একটি বাড়িতে প্রাইভেট পড়ান। রবিবার রাত ৯টার দিকে প্রাইভেট শেষ করে পার্শ্ববর্তী স্কুলের ছাত্রবাসে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

এ সময় বেশ কয়েকটি ছররা গুলি তার শরীরের বিভিন্ন স্থানে এসে লাগে। এতে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে এগিয়ে আসলে শিক্ষক নিরুপম দাশকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তার অবস্থা আশংকাজনক হলে স্থানীয় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মঞ্জরুল কাদের বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিক্ষক নিরুপম দাশ কাউকে চিনতে না পারায় দুর্বৃত্তদের সনাক্ত করা সম্ভব হয়নি। থানায় এখনো কোনো অভিযোগ না দেয়ায় মামলা এন্ট্রি করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত