শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুর প্রতিদিন অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন

গাজীপুর প্রতিদিন অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন

গাজীপুর, ১৫ জানুয়ারি, এবিনিউজ : ‘সত্যের সঙ্গে সব সময়’ স্লোগানে গাজীপুরের অনলাইন পত্রিকা ‘গাজীপুর প্রতিদিন ডট কম’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। পত্রিকার উদ্বোধন করেন উদ্বোধক শাহ মোঃ শামসুজ্জোহা- সহকারী কমিশনার (ভূমি) কালিয়াকৈর, গাজীপুর।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় (জামাল কমপ্লেক্স ২য় তলা) পত্রিকার বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ে পত্রিকাটির শুভ উদ্বোধন করা হয়।

পরে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন- কালিয়াকৈর পৌর সভার মেয়র মোঃ মজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শাহ মোঃ শামসুজ্জোহা- সহকারী কমিশনার (ভূমি) কালিয়াকৈর, গাজীপুর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ সামছুল আলম সরকার প্রমূখ।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ কবির হোসেন, সফিপুর মালেক মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজ উদ্দিন খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিয়াকৈর পৌর শাখার সভাপতি মোঃ ওসমান আলী।

আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক বায়েজীদ হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবুল কালাম, মোঃ সোহেল সরকার, মহসিন মোল্লা ও প্রিন্ট ও ইলেকট্রনি মিডিয়ার সাংবাদিকসহ সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত