শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

গাজীপুর, ১৫ জানুয়ারি, এবিনিউজ : গাজীপুরের শ্রীপুর উপজেলায় কভার্ডভ্যান চাপায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বয়স অনুমানিক ২০ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি কভার্ডভ্যান ওই যুবককে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ কভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত