![তিতাসে ইভটিজিং করাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ: আহত ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/15/dui-pokkher-songhorsho@abne_120714.jpg)
তিতাস(কুমিল্লা) , ১৫ জানুয়ারি, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে ৩ দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে এসময় ৪জন আহত হয়েছে। আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার সন্ধায় উপজেলার কালাই গোবিন্দপুর গ্রামে। এঘটনাকে ভিন্ন ক্ষাতে প্রবাহিত করার উদ্দেশ্যে গোবিন্দপুর এতিমখানার সামনে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে মসজিদের মাইকে এ্যালান করে যে যুবলীগ নেতা নাজমুল হাসান কিরনের উপর নুর নবী চেয়ারম্যানের লোকেরা হামলা করেছে যার যা কিছু আছে তা নিয়ে বের হয়ে যাও এরকম মাইকিং শুনে কয়েকশ নারী পুরুষ লাঠি সোটা নিয়ে দক্ষিন আকালিয়া নুর নবী চেয়ারম্যানের গ্রামের দিকে আসতে থাকে।
এসময় পাল্টা দক্ষিন আকালিয়া গ্রামের মসজিদ থেকেও মাইকিং করা হয় গ্রামে ডাকাত আসতেছে সবাই প্রস্তুত হন এমন খবর পেয়ে গ্রামের শত শত নারী পুরুষ গ্রামের ঐতিহ্য টিকিয়ে রাখতে রাস্তায় নেমে পরেন।তিতাস থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ নিয়ে দক্ষিন আকালিয়া ও কালাই গোবিন্দপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে এবং যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্খা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় বাতাকান্দি সরকার সাহেব আলী আবুুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর দুই ছাত্রীকে প্রতিনিয়ত ইভটিজিং করে আসছে কালাই গোবিন্দপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সজিব। এঘটনায় ওই দুই ছাত্রীর ভাই অনিক ও মহিনসহ তাদের বন্ধু বহর নিয়ে সজিবকে শনিবার দুপুরে মারধর করে। তারই জের ধরে সজিব রোববার সকালে তার লোকজন নিয়ে, অনিক ও মহিনের বন্ধু উত্তর আকালিয়া গ্রামের করিম মিয়ার ছেলে সাইফ হাসানকে মারধর করে। এসময় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে নাজমুল হাসান কিরন জানায় রাত আনুমানিক ৮টার সময় বাতাকান্দি বাজার থেকে অটোরিকশা যোগে বাড়ী যাওয়ার পথে আকালিয়া ব্রেিজর পূর্ব পাশে পৌছামাত্র পেছন থেকে কয়েকজন লোক তার অটোরিকশার উপর হামলা করে এসময় তার সাথে থাকা ৪জন আহত হয়।আহতরা হলো আল-আমিন(২১),পারুল(৩৫),সজিব(২০)ও আল-আমিন(২০)।
নুর নবী চেয়ারম্যান বলেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না ওসি সাহেব ফোন দেওয়ার পর তিনি জেনেছেন এবং খোজ খবর নিয়ে জানতে পায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করাকে কেন্দ্র উত্তর আকালিয়া গ্রামের সাইফ হাসানের সাথে সংঘর্ষ হয়েছে এবং তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘঠেছে। এঘটনাকে কেন্দ্র করে আমার গ্রামে হামলা করার উদ্দেশ্যে মসজিদের মাইকে এ্যালান করে এসময় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
ওসি নুরুল আলম টিপু জানান শুনেছি ইভটিজিং করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটেছে। রাতেই খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এখনো কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।
এবিএন/কবির হোসেন/জসিম/নির্ঝর