![মতলব পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/15/matlab-work-brack_120718.jpg)
চাঁদপুর, ১৫ জানুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা দেশের ন্যায় মতলব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা ও পেনশন সহ কল্যাণভাতাদি সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে দু’দিনের পূর্ণ দিবস কর্মবিরতী পালন করছে।
আজ ১৫ জানুয়ারী মতলব পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্মদিবস পালন করেন। ১৬ জানুয়ারী পর্যন্ত এ কর্মবিরতী চলবে। কর্মবিরতীতে অংশগ্রহণ করেন মোঃ নুুরুজ্জামান, মোঃ আনিসুর রহমান, মাহমুদুল হাসান জুয়েল, শাহাদাত হোসেন, নাজমা আক্তার, রুবিনা আক্তার, শরীফ, কানাই, হযরত আলীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে তাদের কর্মসূচীর সাথে একাত্ততাপোষণ করেন মতলব পৌরসভার প্যানেল মেয়র রোটা. কিশোর কুমার ঘোষ, উপজেলা যুবলীগের আহবায়ক জহির সরকার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/নির্ঝর