![লক্ষ্মীপুর উইনার্স গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্ভোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/15/winner-goldclub_120722.jpg)
লক্ষ্মীপুর, ১৫ জানুয়ারি, এবিনিউজ : জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে উইনার্স গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্ধোধন করা হয়েছে।
রোববার রাত ৮টার দিকে পৌর এন আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
উইনার্স ক্লাবের সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান।
এসময় উদ্ভোধনী অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি ও পিপি মোঃ জসিম উদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক কবির পাটোয়ারী, এড, রাসেল মাহমুদ মান্না উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন মাহবুব ইমতিয়াজ। টুর্ণামেন্টে ৩২টি দল অংশগ্রহন করেছে বলে জানায় আয়োজকরা।
এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/নির্ঝর