![আড়াইহাজারে ডাকাত সন্দেহে গুপিটুনিতে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/15/dead_abnews_120742.jpg)
আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ১৫ জানুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে শাহীন (২৫ ) নামে এক যুবক নিহত হয়েছেন। সে স্থানীয় খাগকান্দা এলাকার হোসেন আলীর ছেলে।
গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলা বড়ফাউসা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহতের গায়ে হলুদ রংয়ের গেঞ্জি পরিহিত ছিল। তার শরীরিরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহৃ রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫টি কককেট জব্দ করা হয়েছে। এসময় ছোটন নামে এক যুবক ডাকাতের হামলায় আহত হয়েছেন। তিনি ডাকাত কবলিত খলিল ভূঁইয়ার ভাতিজা এবং জলিল ভূঁইয়ার ছেলে। তিনি ডাকাতকে ঝাঁপটে ধরেছিলেন।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার এসআই মজিবুর জানান, গতকাল রবিবার রাত ১টার দিকে বড়ফাউসা এলাকার খলিল হাজীর বাড়িতে ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় প্রবেশ করে। লুট করে ফেরার সময় লোকজন ডাকাতদলকে ধাওয়া দিলে পালানোর সময় ডাকাত দলের তিন সদস্যকে আটক করলেও এক সদস্যকে জনতা ধরে ফেলেন। পরে তাকে গণপিটুনি দেয়া হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পুলিশ খবর পেয়ে আজ সোমবার সকালে স্থানীয় জজ মিয়ার বাড়ির পেছনে একটি চক থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। জানা গেছে, ওই বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
পুলিশের এএসআই আরো জানান, নিহতের সারা শরীরে মারাত্মক আঘাতের চিহৃ রয়েছে। ঘটনাস্থল থেকে ৫টি ককটেল জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/এমসি