![বোদায় প্রচন্ড শীতে শাক সবজির দাম দ্বিগুণ বৃদ্ধি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/15/abnews-24.bbbbbbbb_120749.jpg)
বোদা (পঞ্চগড়), ১৫ জানুয়ারী, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় প্রচন্ড শীতে শাক সবজির দাম দ্বিগুণ বেড়ে গেছে। বর্তমানে আলু ২৫ টাকা, বেগুন ৩০ টাকা, ফুলকপি ২৫ টাকা, বাধা কপি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহ আগে আলু ১০ টাকা, বেগুন ১০ টাকা, ফুল কপি ১৫ টাকা, বাধা কপি ১০ টাকা দরে বিক্রি হয়েছিল। সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়ে পিয়াজের। বর্তমানে ১ কেজি পিয়াজ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছে প্রচন্ড ঠান্ডার কারণে আমদানী কমে যায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আবহাওয়া কমে গেলে শাক সবজির দাম একটি কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা