![গোদাগাড়ী পৌরসভায় পুনরায় কর্মবিরতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/15/strike_abnews_120778.jpg)
গোদাগাড়ী (রাজশাহী), পৌর কর্মকর্তা কর্মচারীদের শত ভাগ বেতন ভাতা, পেনশন সুবিধাসহ সকল সরকারি সুযোগ সুবিধা কোষাগার থেকে প্রদানের লক্ষে গোদাগাড়ী পৌরসভায় দফায় দফায় পূর্ণকর্মদিবস কর্মবিরতি পালিত হচ্ছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের আহ্বায়নে সারাদেশের ন্যায় গোদাগাড়ী পৌরসভা সার্ভিস এ্যসোসিয়েশনের আয়োজনে আজ সোমবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত দিবসটি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন গোদাগাড়ী পৌর শাখার সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক সানাউল্লাহ ও ভারপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেনসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ কর্ম বিরতিতে উপস্থিত ছিলেন।
সভাপতি খাইরুল ইসলাম বলেন, এর পূর্বে আমরা সকল বিভাগ ও জেলা পর্যায়ে মানববন্ধন ও ডিসি বরাবর স্মারক লিপি প্রদান করি। তারপর থেকে বিভিন্ন সময় অর্ধ কর্মবিরতি এবং বিভাগীয় ভাবে ঢাকায় কর্মবিরতি পালন করেছি, কিন্তু এর কোন ফল পাচ্ছি না। এই কর্ম বিরতি চলতে থাকলে পৌর এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে, বিভিন্ন কাজে এসে জনগণ ফেরত যাচ্ছে।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি