নীলফামারী, ১৫ জানুয়ারী, এবিনিউজ : নীলফামারীর ডোমারে ভেজাল সার রাখার অপরাধে ওবায়দুল ইসলাম নামে এক ভেজাল সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকালে উপজেলার হরিনচড়া ইউনিয়নের হংসরাজ এলাকার সার ব্যবসায়ী ওবায়দুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ১০০ বস্তা ভেজাল সার উদ্ধার করা হয়। এ সময় ভেজাল সারগুলি মাটিতে পুতে রাখা হয়। তবে ওবায়দুল জানিয়েছে এই ভেজাল সারগুলি তার দুলাভাই মমিনুর ইসলামের। ডোমার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা ভেজাল সার রাখার অপরাধে সার ব্যবসায়ী ওবায়দুলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
ডোমার উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ জাফর ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবরপেয়ে হরিনচড়া ইউনিয়নের হংসরাজ এলাকার ওবায়দুলের বাড়ীতে অভিযান চালিয়ে ভেজালকৃত সারগুলি উদ্ধার করা হয়। সার ব্যবস্থাপনা আইনের ২০০৬ সালের ১২ ধারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা