![তেঁতুলিয়ায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/15/kombol_abnews_120784.jpg)
পঞ্চগড়, ১৫ জানুয়ারি, এবিনিউজ : জেলার তেঁতুলিয়া উপজেলার শীতার্ত নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারী সংস্থা বুরো বাংলাদেশ।
আজ সোমবার মাগুড়মারী চৌরাস্তা এলাকার ময়নুল হক উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক লোকের মাঝে তারা কম্বল বিতরণ করে। শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল তুলে দেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন- ব্যুরো বাংলাদেশ’র প্রধান কার্যালয়ের মনিটরিং ও রিপোর্র্টিং বিভাগের সমন্বয়কারী সাঈদ আহমেদ খাঁন, দেবনগর ইউপি চেয়ারম্যান মোহসিন উল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সামছুল আলম, বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহার হোসেন, পঞ্চগড়ের এলাকা ব্যবস্থাপক মিদুল হাসান, পঞ্চগড় শাখার ব্যবস্থাপক আব্দুস সালাম প্রমুখ।
এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/এমসি