![দৌলতপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১, আহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/15/kushtia_abnews24 copy_120785.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ১৫ জানুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যানপুর এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের সময় বিদ্যুতায়িত হয়ে ১ জন নিহত হয়েছে। এ সময় লাইনম্যানসহ ২ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার বিকেল ৪টার সময় দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামে মাঠের মধ্যে একটি সেচ পাম্পের লাইন পল্লী বিদ্যুতের কর্মীরা বিদ্যুৎ পরীক্ষা করতে যায়। ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান লুৎফর রহমান (৪২) খুটির নীচে পানির মধ্যে পড়ে যায়।
এ সময় বিদ্যুতের মালামাল বহনকারী ভ্যান চালক বাবুল (৪৫), মাজিদুল (৪০) ঐ লাইনম্যানকে উদ্ধার করতে গেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাতœক আহত হয়। দ্রুত তাদের দৌলতপুর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালক বাবুল (৪৫)কে মৃত ঘোষণা করেন। নিহত বাবুল পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার ক্ষেমির দিয়াড় গ্রামের মানিক মন্ডলের ছেলে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি দৌলতপুর জোনাল অফিসের ডিজিএম মোঃ আশরাফ উদ্দিন খান জানান, একজন সেচ গ্রাহকের বিদ্যুৎ লাইন দেখতে গেলে সেখানে ট্রান্সফার বিস্ফোরণ ঘটে। ষ্টীলের খুটি ও নীচে পানি থাকায় কিভাবে ঐ ভ্যান চালক মারা গেল তা খতিয়ে দেখা হচ্ছে।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি