বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হোসেনপুর পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি শুরু

হোসেনপুর পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি শুরু

হোসেনপুর পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি শুরু

হোসেনপুর (কিশোরগঞ্জ), ১৫ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুরে বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি রাজস্ব তহবিল থেকে শতভাগ পাওয়ার দাবিতে দুই দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সোমবার সকাল ৬টা থেকে হোসেনপুর পৌরসভা কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি কর্মসূচি পালন শুরু হয়। পৌরসভা সার্ভিস এসোসিয়েশন-এর ব্যানারে শুরু হওয়া এই কর্মবিরতি আগামিকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে আন্দোলনকারীরা জানান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সভাপতি সহকারী প্রকৌশলী শেখ ফরিদ, সাধারণ সম্পাদক সৈয়দুজ্জামান উজ্জ্বল, কেশর ঘোষ, মোশাররফ হোসেন, তফাজ্জ্বল হোসেন লিখন, আব্দুল হান্নান রুবেল, মোস্তফা কামাল প্রমুখ।

আন্দোলনকারীরা জানান, স্থানীয় সরকারের মূল প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আনুতোষিক পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রদান করা হয়ে থাকে। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি বেশিরভাগ ক্ষেত্রেই অনিয়মিত হয়ে থাকে। ফলে তারা পরিবার পরিজন নিয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত