রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • জবস
  • সরকারি ব্যাংকে নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি সভা কাল

সরকারি ব্যাংকে নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি সভা কাল

সরকারি ব্যাংকে নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি সভা কাল

ঢাকা , ১৫ জানুয়ারি, এবিনিউজ : সরকারি ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ব্যাপারে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিয়োগ পরীক্ষার ভাগ্য নিয়ে আগামীকাল (মঙ্গলবার) সিদ্ধান্ত হবে। আমি এখনি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। মিটিং শেষে আগামীকাল সব জানা যাবে।’

গত শুক্রবার ব্যাংক সিলেকশন কমিটির অধীনে ৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় একটি কেন্দ্র স্থগিত এবং কয়েকটি কেন্দ্রে অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। এরপর চাকরিপ্রার্থীদের একাংশ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসসহ নানা অব্যবস্থাপনার অভিযোগে পরীক্ষা বাতিল চেয়ে গতকাল থেকে বিক্ষোভ শুরু করে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত