![শান্তিনগর আশ্রায়ণ প্রকল্পের অসহায়দের মাঝে কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/15/narayngoang_abnews24 copy_120803.jpg)
বন্দর (নারায়নগঞ্জ), ১৫ জানুয়ারি, এবিনিউজ : বন্দর উপজেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় বন্দর উপজেলার শন্তিনগর আশ্রয়ণ প্রকল্পের হত দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্র্তা পিন্টু বেপারী, বন্দর উপজেলা পরিষদের প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মদনগঞ্জ ফাঁড়ীর ইনর্চাজ তরিকুল ও শান্তিনগর আশ্রয়ণ প্রকল্পের সভাপতি আব্দুল সালামসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শীতার্থদের মাঝে কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী বলেন, এ শীতে মানুষ বহু কষ্টে জীবন যাপন করছে। সু্িবধা বঞ্চিত ও ওই সকল অসহায়দের পাশে এসে আমাদের দাঁড়ানো উচিত। বিত্তবানদের একটু সহযোগিতায় অনেকের জীবন রক্ষা পাবে।
তিনি আরো জানান শান্তিনগর আশ্রায়ণ প্রকল্পের ৪০টি হত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি