![চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/chadpur_abnews24_120829.jpg)
চাঁদপুর, ১৬ জানুয়ারি, এবিনিউজ : চাঁদপুরের মতলব উত্তরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার পাঁচআনী হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মফিজুল ইসলাম (৪৫), অনিক সরকার (২৪) ও আলমগীর হোসেন (৫০)। আহত অটোচালক নূরুল হক জিয়াকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হক বলেন, সকাল সাড়ে ৬টার দিকে পাঁচআনী চৌরাস্তা বাজার থেকে একটি অটোরিকশা ৩ যাত্রী নিয়ে উপজেলার চিরারচর যাচ্ছিল। পাঁচআনী হাইস্কুল এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোর তিনযাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপর অটোচালক নূরুল হককে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এবিএন/সাদিক/জসিম/এসএ