![ভোলায় রাষ্ট্রপতির ২ দিনের সফর স্থগিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/bhola_abnews24 copy_120840.jpg)
ভোলা, ১৬ জানুয়ারি, এবিনিউজ : রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভোলা ও চরফ্যাশনে আসার কথা থাকলেও অনিবার্য কারনে তার সফরসূচী স্থগিত করা হয়েছে। এখবর নিশ্চিত করেছে ভোলা-৪ আসনের এমপি বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি বলেন, ঘন কুয়াশার ও বৈরী আবহাওয়ার কারনে রাষ্ট্রপতি আবদুল হামিদ এর ভোলা সফর পিছিয়ে দিয়ে ২৪ জানুয়ারী নির্ধারন করা হয়েছে। ভোলা সফর স্থগিত হওয়ার খবরে উৎসুক জনতার মধ্যে হতাশা বিরাজ করছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাষ্ট্রপতি আবদুল হামিদ ভোলায় আসার কথা ছিলো। চরফ্যাশনে আসার পর সকাল ১১টায় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার এবং অভ্যর্থনা জানানোর পর দুপুর ২টার দিকে চরফ্যাশন উপজেলা সদরে নির্মিত দক্ষিন পূর্ব এশিয়ার সু-উচ্চ ওয়াচ টাওয়ার উদ্বোধন ও পরে টিবি হাইস্কুল মাঠে সুধি সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতা করার কথা ছিলো।
পরদিন বুধবার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ভোলা সদরের উপ-শহর বাংলাবাজারে স্বাধীনতা যাদুঘরের উদ্বোধন ও দুপুর ১২টায় ফাতেমা খানম ডিগ্রী কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিলো।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/নির্ঝর