![ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/jharu-michil_120853.jpg)
ক্ষেতলাল (জয়পুরহাট) , ১৬ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাট জেলা আওয়ামীলীগের ৩ নেতাকে দল থেকে বহিস্কারের প্রতিবাদে জেলা আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম দুদু এমপি ও সাঃ সম্পাদক এস এম সোলায়মান আলীর বিরুদ্ধে ক্ষেতলাল উপজেলা সদরে ঝাড়ু– মিছিল শেষে ক্ষেতলাল মসজিদ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, জেলা আওয়ামীলীগের সদস্য ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক এবং পুনট ইউপি চেয়ারম্যান আঃ কুদ্দুস ফকিরকে গত শনিবার রাজাকারের উত্তরাধিকারী অভিযোগে জেলা আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়।
এর প্রতিবাদে সোমবার বিকাল ৪ টায় ক্ষেতলাল উপজেলা ও পৌর আওয়ামীলীগের,মহিলালীগের আয়োজনে ঝাড়ু– মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ মজিদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি দুলাল হোসেন, উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আওয়ামীলীগ নেতা আরমান আলী, তুহিন ইসলাম, রফিকুল ইসলাম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলালীগের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এবিএন/মিজানুর রহমান/জসিম/নির্ঝর