![সিদ্ধিরগঞ্জে ট্রাক চালক ইউনিয়নের উদ্যোগে পানির পাম্প স্থাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/panir-pamp_120860.jpg)
সিদ্ধিরগঞ্জ, ১৬ জানুয়ারি, এবিনিউজ : সিদ্ধিরগঞ্জ সাইলো এলাকার গরীব, দু:খী ও ট্রাক চালক মেহনতি শ্রমিকদের নিরাপদ পানির সুবিধার্থে বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখা’র কমিটির উদ্যোগে সাবমার্শিয়াল পাম্প স্থাপন করা হয়েছে।
সাবমার্শিয়াল পাম্প স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখা’র সভাপতি আলহাজ্ব কবির হোসেন ও সাধারন সম্পাদক মিজানুর রহমান দিপু। সোমবার (১৫জানুয়ারি) বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখা’র কার্যালয়ে বিকাল সাড়ে চার টায় মিলাদ মাহফিল ও দোয়া’র মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্ত.জিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখা কমিটির যুগ্ন সম্পাদক মো.কালু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: নায়েব আলী, অর্থ সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মো: নূর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ট্রাক চালক শ্রমিক বৃন্দ।
এবিএন/জসিম/নির্ঝর