![সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/siddhirgonj-school_120861.jpg)
সিদ্ধিরগঞ্জ, ১৬ জানুয়ারি, এবিনিউজ : সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য অকিল উদ্দিন ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিক প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. মতিউর রহমান মতি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলহাজ্ব মতিউর রহমান বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও মানুষের কল্যাণে সবসময় নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করবে। তিনি বলেন, বর্তমানে চারদিকে মাদক দ্রব্যের ব্যপক ছড়াছড়ি। তাই যুবসমাজকে ধ্বংসের হাত রক্ষা করতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি। তাছাড়া ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়ালেখার প্রতি মনোনিবেশ এবং বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও তাদের আনুগত্য হওয়ার উপদেশ দেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মানিক মাষ্টার, সফুরা খাতুন পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপেন্দ্র চন্দ্র সরকার, অভিভাবক সদস্য জহিরুল ইসলাম, মো. ফারুক হোসেন, নাজমুন নাহার, শিক্ষক প্রতিনিধি রহিমা খাতুন, আমিনুল হাসান, ফরিদা আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
এবিএন/জসিম/নির্ঝর