শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পাঁচবিবিতে হত-দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

পাঁচবিবিতে হত-দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) , ১৬ জানুয়ারি, এবিনিউজ : জয়পুহাটের পাঁচবিবিতে হত-দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ পাঁচবিবি উপজেলার শাখার পক্ষ থেকে মেয়র হাহিবুর রহমান হাবিবের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে পাঁচবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহঃ সভাপতি মীর রেজাউল করিম। প্রথান অতিথি ছিলেন পৌর মেয়র হাহিবুর রহমান হাবিব। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নূরুজ্জামান চৌধুরী বিপ্লব, মো. আমিনুল ইসলাম, জেলা পরিষদের সদস্য রেবেকা সুলতানা, মামুনুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদ প্রমুখ।

অনুষ্ঠানে পৌর সভার ৯ টি ওয়ার্ডে ১৫শ কম্বল বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নে ৫ শতাধিক করে কম্বল বিতরন করা হবে।

এবিএন/সজল কুমার দাস/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত