![দৌলতপুরে বালিভর্তি ট্রলির ধাক্কায় পথচারী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/road-acc@abnews_120864.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া) , ১৬ জানুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত এলাকায় বালি ভর্তি ট্রলির ধাক্কায় আজিজুল (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে।
সে ভাগজোত নীচ পাড়া গ্রামের মৃত তৈজদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার রামকৃঞ্চপুর ইউপির ভাগজোত এলাকার পদ্মা নদী থেকে বালি নিয়ে একটি ট্রলি ভাগজোত বাজারের দিকে আসার সময় আজিজুল কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুালশ পাঠানো হয়েছে।
এবিএন/জহুরুল হক/জসিম/নির্ঝর