
নরসিংদী, ১৬ জানুয়ারি, এবিনিউজ : নরসিংদীতে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। আজ সকালে মেলা উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে একাডেমি মিলনায়তনে মেলা উপলক্ষে একটি আলোচনা সভা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোজাম্মেল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিক এর এজিএম সাজ্জাদ হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরীয়ার, বাংলাদেশ টেনিস ফেডারেশন এর সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ ও নাসিব এর সিনিয়র সহ-সভপতি রুস্তম আলী ইব্রাহীম প্রমূখ।
মেলাটি চলবে আগামী ২২জানুয়ারি পর্যন্ত। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৯৫টি স্টল রয়েছে।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর