![আড়াইহাজারে ডাকাত নিহতের ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/mamla_120875.jpg)
আড়াইহাজার, ১৬ জানুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার রাতে স্থানীয় একটি বাড়িতে ডাকাতি করে ফেরার সময় গণপিটুনিতে শাহীন (২৫) নামে এক ডাকাত সদস্যের নিহত হন। এ ঘটনায় চারশতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার নিহতের মা রেহেনা বাদীহয়ে অজ্ঞাত ব্যাক্তিদের নামে মামলাটি দায়ের করেন। তবে পুলিশ কাউকে গ্রেফতার করেনি। অপরদিকে আড়াইহাজার থানার এএসআই নকুল বাদীহয়ে ২০ থেকে ২৫জন অজ্ঞাত ডাকাত সদস্যকে আসামি করে একটি ডাকাতির মামলা দায়ের করেছেন। তবে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রোববার রাত ১টার দিকে বড়ফাউসা এলাকার খলিল হাজীর বাড়িতে ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত প্রবেশ করে। এসময় ডাকাতরা গেইট ভেঙে বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ঢুকেন। পরে ডাকাতি করে ফেরার সময় ধাওয়া দিয়ে ডাকাত দলের এক সদস্যকে জনতা ধরে ফেলেন। তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে সোমবার সকালে স্থানীয় জজ মিয়ার বাড়ির পেছনে একটি চক থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/নির্ঝর