![গাজীপুরে শীতার্থদের মাঝে প্রতিমন্ত্রী চুমকির শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/abnews-24_120881.jpg)
গাজীপুর, ১৬ জানুয়ারী, এবিনিউজ : গাজীপুরের কালীগঞ্জে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। আজ মঙ্গলবার সকালে জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ ময়েজউদ্দিন অডিটরিয়ামের সামনে বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) কেন্দ্রিয় কমিটির সহযোগীতায় এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় বিসিপিএ’র সভাপতি রুমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছাড়াও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকান মু. মুশফিকুর রহমান বক্তব্য রাখেন।
প্রধান অতিথি চুমকি দলীয় নেতাকর্মীদেরকে অসহায়, দরিদ্র শীতার্থদের পাশে থাকার আহবান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় থাকা কালে সাধারণ মানুষের কথা ভাবত না। আমরা প্রকৃত ভাবে সেবার মনোভাব নিয়ে মানুষের সেবা করে যাচ্ছি।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা