![স্বাস্থ্য সেবার মান নেই: রোগীরা চরম দুর্ভোগের শিকার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/abnews-24.bbbbbbbbbbbbbbbb_120913.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ১৬ জানুয়ারী, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বাস্থ্য সেবার মান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলার বার্থরুমের পাইপ ফেটে ময়লা পড়ে দুর্গদ্ধ ছড়াচ্ছে। রোগীরা হাসপাতালের ভিতর প্রবেশ করতে পারছেনা। আউটডোরের রোগীরা নাকে চেপে ধরে চিকিৎসা করে ফিরে যাচ্ছে। এতে হাসপাতাল নিজেই রোগী সেজে বসেছে। অপর দিকে জোড়াতালি দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতারের কর্মকান্ড। চিকিৎসা নিতে আসা রোগীরা প্রায়ই হয়রানীর শিকার হচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে। সংশি¬ষ্ট সূত্রে জানা যায়, ৫০ শয্যায় উন্নীত হাসপাতালে ১১জন ডাক্তার কর্মরত থাকলেও ২/৩ জন ডাক্তার ছাড়া কেউই ষ্ট্রেশনে থাকেনা।
অফিস সময়ের মধ্যেই সরকারী কোয়াটারে বসে প্রাইভেট চিকিৎসা দিচ্ছে ডাক্তারা। ওই সব ডাক্তারদের আলাদা কোন চেম্বার নেই। এ সুযোগে একটি অসাধু চক্র সিন্ডিকেট করে কমিশনের মাধ্যমে রোগীদের চিকিৎসা দিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। জরুরী বিভাগে চিকিৎসা নিতে রোগীদের দুর্ভোগের অন্ত নেই। সময়ে ডাক্তার পাওয়া যায়না। ওয়ার্ডবয় দিয়ে চিকিৎসা করা হয়। তবে প্রায়সময়ই রোগী আসা মাত্রই অন্য হাসপাতালে রেফার্ড করে দেয়। যেসকল রোগীরা বাইরে যেতে পারেনা ওইসব রোগী হাসপাতালের মেঝেতে পড়ে কাতরাতে থাকে। মহিলা ওয়ার্ডে আসা রোগীরা চরম বিড়ম্বনার শিকার হচ্ছে। ডেলিভারী রোগীদের কাছ থেকে বকশিসের নামে টাকা হাতিয়ে নিচ্ছে ওয়ার্ডবয় ও নার্সরা। বকশিস না দিলে রোগীদের লোকজন ডাকলেও কাছে আসেনা এমন অভিযোগ পাওয়া যায়।
হাসপাতালের সামনে অবস্থিত প্যাথলজি ও ডায়গনস্টিক সেন্টারে ডাক্তার ও কর্মচারীরা রোগী পাঠিয়ে কমিশন বাণিজ্য করছে। হাসপাতালের ডাক্তার ও কর্মচারীদের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে প্যাথলজি ও ডায়গনস্টিক সেন্টারের সাথে এমন অভিযোগ পাওয়া গেছে। বর্তমান উপজেলা স্বাস্থ্য প্রশাসক ও ডাক্তারা প্রায়সময়ই ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের মোটরসাইকেলে চড়ে যাতায়ত করে থাকে। ভুক্তভোগিরা অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না। অবকাঠামোগত সুবিধা বাড়লেও হাপাতালের এক্সরে মেশিন দীর্ঘদিন যাবৎ অচল হয়ে পড়ে রয়েছে। এর মেরামত করে সচল করেনি কর্তৃপক্ষ। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাছিরুজ্জামান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে তিনি জানান।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা