
কাউখালী, ১৬ জানুয়ারি, এবিনিউজ : কাউখালীতে পিরোজপুর-২ আসনের জাতীয় পার্টি জাপা’র মনোনয়ন প্রত্যাশী ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলাম সোহেলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার জয়কুল এলাকা থেকে কাউখালী থানার ওসি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই মাসুদ তাকে গ্রেফতার করেন। সোহেল উপজেলার আসপর্দি এলাকার মৃত: আব্দুল বারেক ছেলে।
ওসি মনিরুজ্জামান জানান, সোহেল ষ্ট্যাম্প জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত আসামী। সে মতিঝিল ১৭ (১০) ১৩, জিআর-৩৯৬/১৩, টিআর-২৯০/১৪, সাজার তাং-১২/১১/১৭ খ্রি: এর দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১মাসের কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর