
দেলদুয়ার (টাঙ্গাইল), ১৬ জানুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের দেলদুয়ারে চায়না বেগম (৪৫) নামের এক গৃহবধু মটর সাইকেল চাঁপায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার লাউহাটী-এলাসিন সড়কের কাতুলী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। সে কাতুলী গ্রামের শামছুল হকের স্ত্রী।
নিহত চায়নার দেবর আল-আমিন জানান, বাড়ির সামনের সড়কে দ্রুত গতির একটি মটর সাইকেল চায়না বেগমকে চাঁপা দিয়ে চলে যায়। অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিএন/মোজাম্মেল হক মামুন/জসিম/এমসি