শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় উদ্ধারকৃত শিশুকে পিতার কাছে হস্তান্তর

আগৈলঝাড়ায় উদ্ধারকৃত শিশুকে পিতার কাছে হস্তান্তর

আগৈলঝাড়ায় উদ্ধারকৃত শিশুকে পিতার কাছে হস্তান্তর

আগৈলঝাড়া (বরিশাল), ১৬ জানুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় কচুরীপানার উপর দেড়বছর বয়সী একটি শিশুকে পেয়ে স্থানীয়রা থানায় পুলিশকে জানালে শিশুটির কোন পরিচয় না পেয়ে আগৈলঝাড়ার বিভাগীয় বেবীহোমে শিশুটিকে রাখা হয়।

চারদিন পর শিশুটির পরিচয় মেলার পরে আজ মঙ্গলবার তার পরিবারের কাছে হস্তান্তর করেছে সমাজসেবা অধিদপ্তর। শিশু হাফিজের পিতা দিনমজুর নজরুল প্যাদা তার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পরে বলেন, তাদের সংসারে চার মেয়ের পর একমাত্র এই ছেলে হাফিজ।

জানা গেছে, পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের দক্ষিণ সাঁকোকাঠী গ্রামের বাসিন্দা দিনমজুর নজরুল প্যাদার সংসারে চার মেয়ের পর একমাত্র ছেলে হাফিজ (১৯ মাস)। তার স্ত্রী নাসিমা বেগমকে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় অর্থের অভাবে গ্রামীণ টোটকা ও ফকিরি চিকিৎসা করানো হচ্ছে।

গত ১২ জানুয়ারি শুক্রবার শিশু হাফিজকে নিয়ে তার মা নাসিমা বেগম বাড়ি থেকে বের হওয়ার পর হাফিজ নিখোঁজ হয়। ছেলে নিখোঁজের বিষয়ে মা নাসিমা বেগম কোন উত্তর দিতে পারেনি। বাড়ি থেকে অন্তত দুই কিলোমিটার দূরে চন্দ্রহার গ্রামে খালের কচুরীপানার উপর ভাসতে দেখে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ওই দিনই গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

গৌরনদী থানা পুলিশ এ ঘটনায় ওই দিনই একটি সাধারণ ডায়েরী করে (নং-৪৬২), সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বরিশাল বিভাগীয় বেবীহোম আগৈলঝাড়ায় শিশুটিকে হস্তান্তর করেন। পুলিশ ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে শিশুটির পিতামাতার সন্ধানে নামে।

একপর্যায়ে শিশুটির পিতা নজরুল প্যাদার সন্ধান পওয়া যায়। নজরুল প্যাদার বেবীহোমে এসে তার ছেলে হাফিজকে সনাক্ত করে। আইনী প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার সকালে শিশু হাফিজকে আনুষ্ঠানিকভাবে বরিশাল বিভাগীয় বেবীহোম চত্বরে তার পিতা নজরুল প্যাদার কাছে হস্তান্তর করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বেবীহোম উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্তসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত