![কচুয়ায় দু’টি দোকানে চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/bagerhat_abnews24_120947.jpg)
কচুয়া (বাগেরহাট), ১৬ জানুয়ারি, এবিনিউজ : কচুয়ার সদর বাজারের দু’টি দোকানে চুরি সংঘঠিত হয়েছে। আজ মঙ্গলবার গভীর রাতে উপজেলার কচুয়া বাজারের মহিলা কলেজ রোড এলাকার মা মেসিনারিজ ও বিসমিল্লাহ সাইকেল স্টোরের তালা ভেঙ্গে নগদ টাকাসহ লক্ষাধিক টাকা মালামাল নিয়ে পালিয়ে যায় চোরেরা।
মা মেসিনারিজ এর মালিক সাইফুল ইসলাম বাবু বলেন, প্রতি রাতের ন্যায় দোকান বন্ধ করে বাড়ীতে যাই, বুধবার ভোরে পাশের এক ব্যবসায়ীর ফোন পেয়ে এসে দেখি ক্যাশের তালা ভেঙ্গে দোকানে থাকা ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। পরে খলিশাখালী সার্বজনীন দুর্গা মন্দিরের পাশে ড্রয়ারটি পাওয়া যায়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ রবিউল কবির বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/শুভংকর দাস বাচ্চু/জসিম/এমসি